মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : আফগানিস্তানের শরণার্থীবিষয়ক মন্ত্রী একটি আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয়েছেন। আফগানিস্তানের রাজধানী কাবুলে শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয়ে বিস্ফোরণের ঘটনায় শরণার্থীবিষয়ক মন্ত্রী হাজী খলিলুর রহমান হাক্কানি নিহত হয়েছেন।
কাবুলে তার মন্ত্রণালয়ের অফিসে বুধবার ( ১১ ডিসেম্বর) এ বিস্ফোরণ হয়। একটি সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপি এ কথা জানিয়েছে।
জানা যায়, ‘দুঃখজনকভাবে, শরণার্থী মন্ত্রণালয়ে একটি বিস্ফোরণ ঘটেছে এবং মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানি তার কিছু সহকর্মীর সঙ্গে নিহত হয়েছেন।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির রাজধানী কাবুলে শরণার্থী মন্ত্রণালয়ে এক বিস্ফোরণে মন্ত্রী নিহত হয়েছেন। বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও অজানা। তবে ধারণা করা হচ্ছে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved