বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

বিয়ের সাজে উষ্ণতা ছড়িয়ে ভাইরাল বুবলী

বিয়ের সাজে উষ্ণতা ছড়িয়ে ভাইরাল বুবলী

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : সম্প্রতি সামাজিক মাধ্যমে অভিনেত্রী শবনম বুবলীর বিয়ের সাজে কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে, যা দেখে অনেকেই ভেবে নিয়েছেন, শীতের শুরুতেই কি তবে বিয়ে সেরে ফেলেছেন তিনি। তবে বিষয়টি আসলে কিছুটা ভিন্ন।

জানা গেছে, এসব ছবি শুধুমাত্র একটি ফটোশুটের অংশ, যেখানে বুবলী বউ সাজে সেজেছিলেন। এই শুটের আয়োজক ছিলেন জনপ্রিয় কোরিওগ্রাফার গৌতম সাহা, যিনি বলেন, ‘বুবলীকে নিয়ে আমরা তিনটি শুট করেছি—ওয়েডিং, হলুদ ও মেহেদী। সে খুব আন্তরিকতার সঙ্গে কাজ করেছে এবং সময় মতো কাজে যোগ দিয়েছে।’

এটি বুবলীর সঙ্গে গৌতম সাহার প্রথম কাজ নয়। পূর্বে একাধিকবার তাদের সহযোগিতার কথা জানিয়েছিলেন এই কোরিওগ্রাফার। তিনি বলেন, ‘বুবলী একজন খুব ভালো মেয়ে, কাজ ছাড়া আর কিছুই চিন্তা করে না। শুটিং সেটে তাকে খুবই পরিশ্রমী মনে হয়। কাজ শেষ না হওয়া পর্যন্ত সে খাওয়াদাওয়ার কথা মনে রাখে না। সম্প্রতি আমরা একটি বিউটি পার্লারের ফটোশুটও করেছি।’

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন