দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে বোরো (ইরি) ধান ক্রয় সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। রোববার (২১ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় এমপি মানু মজুমদার।
উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় এমপি ধানক্রয় সংগ্রহ নিয়ে কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওসমান গণি তালুকদার, উপজেলা কৃষি অফিসার মো. মাহবুবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এ কে এম সামছুদ্দিন আহমেদ, আওয়ামীলীগ নেতা বিপ্লব মজুমদার, কৃষক হুরমুজ আলী প্রমুখ।
উপজেলা খাদ্য কর্মকর্তা জানান, দুর্গাপুর উপজেলায় এবার সরকারিভাবে ১ হাজার ৫২২ মেট্রিক টন বোরো ধান এবং ১৫৪ মেট্রিক টন চাউল ক্রয় করা হবে। প্রতি কেজি ধান ৩০ টাকা এবং চাউল ৪৪ টাকা দর নির্ধারণ করা হয়েছে। একজন কৃষকের কাছ থেকে সর্বোচ্চ তিন মেট্রিক টন ধান ক্রয় করা হবে। আগামী ৩১ আগষ্ট অবধি ধান সংগ্রহ করা হবে বলে জানান।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved