গাইবান্ধা প্রতিনিধিঃ শশুর বাড়িতে বেড়াতে আসে নতুন জামাই। বাড়ির পাশে রেলওয়ে লাইন। কানে হেডফোন দিয়ে গান শুনছিলো জামাই। ট্রেন ধাক্কা দিলে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটে ১৩ ডিসেম্ভর বোনারপাড়া রেললাইন বোড বাজার এলাকায়। তার নাম মেহেদি হাসান (২০)। তাল বাড়ি খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ফারাজীপাড়া। স্বজনরা জানান, প্রায় দুই মাস আগে বিয়ে করেছেন মেহেদী হাসান। বৃহস্পতিবার তার শ্বশুরবাড়ি বোড বাজার বেড়াতে এসে রেললাইনের ওপর বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলেন। এ সময় বোনারপাড়া অভিমুখী রংপুর এক্সপ্রেস ট্রেনটি রাত পৌনে ১০টার দিকে বোড বাজার আউট সিগন্যালের কাছে পৌঁছলে ওই যুবককে ধাক্কা দেয়। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নওশা মিয়া নিশ্চিত করেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved