মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : দিনাজপুরের পার্বতীপুরে সৈয়দ রাজু স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় পার্বতীপুর পৌরসভার পুরাতন বাজার এ এস এম হাইস্কুল মাঠে সৈয়দ রাজু স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
সৈয়দপুরের রসুলপুর ক্রিকেট দল বনাম পার্বতীপুরের ডাঃ মনছুর আলী স্মৃতি পরিষদ ক্রিকেট দল এর মধ্যে অনুষ্ঠিত খেলায় ডাঃ মনছুর আলী স্মৃতি পরিষদ ক্রিকেট দলকে হারিয়ে বিজয়ী হয় রসুলপুর ক্রিকেট দল ।
পার্বতীপুর পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক আনোয়ারুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিজানুর রহমান সিয়াম যুগ্ম আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পৌর শাখা ও সভাপতি, পার্বতীপুর উপজেলা শাখার ব্যাটারী চালিত রিক্স ও ভ্যান শ্রমিক ইউনিয়ন, সদস্য বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল্লাহ্ সরকার, প্রোঃ আফসিন ট্রেডার্স ও বিশিষ্ট সমাজ সেবক, পার্বতীপুর,রবিউল ইসলাম (বাবু), আহবায়ক পৌর যুবদল,হান্নান আশরাফি প্রিন্স আহ্বায়ক উপজেলা সেচ্ছাসেবক দল,কাজী নেওয়াজ পারভেজ শোভন, স্বরাধিকারী, কাজী ক্যাবল টিভি নেটওয়ার্ক প্রমুখ ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved