প্রতিনিধি হিলি দিনাজপুরঃ যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালনের লক্ষ্যে হাকিমপুর উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে।
১৪ ডিসেম্বর শনিবার বেলা ১১টায় হাকিমপুর উপজেলা পরিষদ সভা কক্ষে শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় উক্ত সভায় সভাপতিত্ব করেন। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনীতি বিদ, শিক্ষার্থী, সহ অন্যান্যরা শহীদ বুদ্ধিজীবি দিবসের আলোচনা করেন। আলোচনা শেষে বিভিন্ন বিষয়ে আংশনেয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
এসময় উপস্হিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইলতুতমিশ আকন্দ , উপজেলা কৃষি অফিসার মোছাঃ আরজেনা বেগম, অফিসার ইনচার্জ হাকিমপুর থানা মোঃ সুজন মিঞা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শফিউল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহেরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, হাকিমপুর প্রেসক্লাব সভাপতি মোঃ জাহিদুল ইসলাম।হাকিমপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু সহ অন্যান্যরা
উল্লেখ্য, ১৯৭১ সালে বছরব্যাপী বুদ্ধিজীবীদের হত্যা করে পাকিস্তানি বাহিনীরা। কিন্তু মুক্তিযুদ্ধের শেষের দিকে ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত পরিকল্পিতভাবে বেশিসংখ্যক বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। রাজাকার বাহিনীর সহযোগিতায় এর মধ্যে ১৪ ডিসেম্বর সবথেকে বেশি বুদ্ধিজীবী হত্যা করা হয়েছিল । পরে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই দিনকে "শহীদ বুদ্ধিজীবী দিবস" ঘোষণা করেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved