মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : পার্বতীপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টি-১০ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ডিসেম্বর) বিকেলে পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া হাই স্কুল মাঠে ওয়ার্ড ছাত্রদলের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টি-১০ টুর্নামেন্ট-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়।
আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টি-১০ টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধনী ম্যাচে আনারুল কবীর তালাশের পৃষ্ঠপোষকতায় ও রামপুর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি আশরাফুল আলম সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র শ্রম বিষয়ক সম্পাদক কাজী মোঃ শামসুজ্জোহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র তথ্য বিষয়ক সম্পাদক ও সিঙ্গামারী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু সালেহ সরকার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রামপুর ইউপির ওয়ার্ড সাধারণ সম্পাদক আছাদুল হক, সাংগঠনিক সম্পাদক আজাদুল হক সরকার প্রমুখ।
৮ টিমের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন স্বাগতিক বাসুপাড়া খেলোয়াড় একাদশ বনাম হরিরামপুর খেলোয়াড় একাদশ। খেলায় বাসুপাড়া খেলোয়াড় একাদশকে পরাজিত করে হরিরামপুর বিজয়ী হয়েছেন।খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন রহিদ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved