প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৪, ২:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৪, ৫:৫৩ অপরাহ্ণ
রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবছর ভিন্ন আঙ্গিকে দিবসটি উদযাপন করা হয়। প্রতিবছর অনুষ্ঠিত পুলিশ, আনসার ভিডিপি সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিভিন্ন ডিসপ্লে প্রদর্শনীকে বাদ দিয়ে বিজয় মেলা দিনটিতে স্থান পায়। উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় পর্যায়ে বিজয় মেলার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
দিবসটির শুরুতে প্রত্যুষে ৩১টি তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসকে স্বাগত জানানো হয়। এর পরে উপজেলা প্রশাসন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস, রাজারহাট থানা, রাজারহাট ফায়ার সার্ভিস স্টেশন, রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সংগঠন, বৈষম্য বিরোধী আন্দোলন, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন দফতরের পক্ষ থেকে ৭১ এর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন স্বরূপ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন রাজারহাট উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ উমর ফারুক বিল্লা। এর পরে উপজেলার ঠাটমারি বধ্যভূমিতে সমবেত হয়ে মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও বিশেষ দোয়া কামনা করা হয়।
সোমবার ১৬ডিসেম্বর সকাল ৯ ঘটিকার দিকে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হয়। শেষে বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান সরকার, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আশাদুল হক, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম রেজা, উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved