প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৪, ১১:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৪, ৮:৪৩ অপরাহ্ণ
পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার তাজপুর সীমান্ত এলাকা থেকে শ্যাম চরন পাহান (৬৩) নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে ভারত সীমান্তের কাঁটাতার থেকে প্রায় ২০০ গজ পূর্বদিকে বাংলাদেশের অভ্যন্তরে লাশটি উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহত শ্যাম চরন পাহান হলেন উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামের মৃত জিতু পাহানের পুত্র।
পুলিশ, বিজিবি ও স্থানীয় সূত্রে জানাগেছে, সকালের দিকে সীমান্তবর্তী তাজপুর গ্রামের কয়েকজন কৃষক মাঠে কাজ করতে যায়। এসময় একজন কৃষক সীমান্তের ধারে আলুক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। তখন আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুঁটে এসে দেখেন যে, পাশের গ্রামের মানসিক ভারসাম্যহীন শ্যাম চরনের লাশ পড়ে আছে। তখন তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।
নিহত শ্যাম চরন পাহানের পুত্র প্রনব পাহান বলেন, আমার বাবা প্রায় দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীন রোগী হয়ে বাড়ীতেই থাকেন। দিনের বেলায় বাহিরে যেন না যায় সেজন্য মাঝেমধ্যে পায়ে শিকল দিয়েও বেঁধে রাখি। গতকাল সোমবার রাতে পায়ের শিকল খুলে দিয়ে বাবাকে ঘরে শুয়ে দিয়ে আমরাও সবাই ঘুমিয়ে পড়ি। এরপর গভীর রাতে প্রকৃতির ডাকে বাহিরে বের হয়ে দেখি বাবা আর ঘরে নেই। তখন পরিবারের সবাই রাতেই এলাকার বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে লোকজনের মুখে জানতে পারি আমার বাবা সীমন্তের পাশে একটি আলুক্ষেত তার লাশ পাওয়া গেছে।
কড়িয়া বিওপি বিজিবি ক্যাম্পের কোম্পানী কোমান্ডার সুবেদার মোহাম্মদ শাহ আলম বলেন, ভারত সীমান্তের কাটা তারের থেকে প্রায় ২শ গজ পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে আলুক্ষেতে একজনের লাশ পরে থাকার খবর পেয়ে আমরা সেখানে যাই। স্থানীয় ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পারি সে মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কাওসার আলী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved