গত রোববার (১৫ ডিসেম্বর) রাতে নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানী বাজারে জামি‘আ ফারুকিয়া আখতারুল উলূম ছয়ানী মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।
বরকত উল্ল্যাহ বুলু বলেন, দেশে এখনো স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্র করছে, সবাইকে সচেতন থাকতে হবে। তরুণ প্রজন্মকে মাদকের কবল থেকে দূরে রাখতে অভিভাবক ও শিক্ষকদেরে আরো সচেতন থাকার আহ্বান জানান তিনি। এসময় বিএনপি চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চান বুলু।
অনুষ্ঠানে জামাল উদ্দীনের সভাপতিত্বে বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ হুমায়ূন কবির চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ডা. আব্দুজ জাহের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মো. শাহ আলম ও ডা. আতাউল্লাহ বিপ্লবসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
পরে পবিত্র কোরআন ও হাদিসের বয়ান করেন পীরে কামেল আল্লামা নূরুল হক। এছাড়াও মুফতি আমজাদ হোসেন, মুফতি মাহবুবুল হাসান জাবেদ ও মাওলানা কামালুদ্দীন তাহেরি বয়ান করেন। শত শত ধর্মপ্রাণ মুসুল্লী এতে অংশ নেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved