প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৪, ২:১২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৪, ৫:২৯ অপরাহ্ণ
পাঁচবিবিতে খিরার বীজ সংকট,বিপাকে কৃষক
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ খিরার বীজ সংকটে দিশেহারা হয়ে পড়েছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটটি ইউনিয়নের কৃষকেরা।
চলতি মৌসুমে কৃষকেরা আমন ধান কাটার পর জমিতে আলু রোপনের পাশাপাশি সাথী ফসল হিসাবে খিরার চাষাবাদ করে। কিন্তুু আলু লাগার পর খিরা রোপন করার জন্য বীজ ভান্ডার গুলোতে বীজ সংগ্রহ করতে গিয়ে বীজ না পেয়ে বিপাকে পড়েছেন তারা। বীজ সংকট আর অস্বাভাবিক মূল্যের কারনে দিশেহারা হয়ে পড়েছেন।
উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ধরঞ্জী গ্রামের কৃষক আব্দুর রশিদ জানান, প্রতিবছর দুই বিঘা জমিতে আলু লাগানোর পাশাপাশি সাথী ফসল হিসাবে ঐ জমিতে খিরা চাষাবাদ করেন। এবারও খিরা লাগানোর লাইন (ডারা) বাদ দিয়ে আলু রোপন করেছেন। কিন্তুু বীজ সংগ্রহ করতে না পারায় এখনও খিরা রোপন করতে পারেন নি। তিনি বলেন, গত সপ্তাহে যে বীজ ২ হাজার থেকে তিন হাজার টাকা কেজি বিক্রি হয়েছে সেই বীজ এখনও ৬ হাজার থেকে ৮ হাজার টাকা। তারপর বীজ মেলানো যাচ্ছে না।
একই গ্রামের কৃষক কমিন হোসেন বলেন, বিরামপুর, কাটলা ও ধামুইরহাট ঘুরেও বীজ পাওয়া যাচ্ছে না। বীজের এরকম সংকট হবে আগে জানতে পারলে আলুই লাগাতাম, খিরা লাগাতাম না।
শ্রীমন্তপুর গ্রামের কৃষক বকুল হোসেন বলেন, বীজ ভান্ডারে ঘুরে ঘুরে বীজ না পেয়ে বাড়ীতে রাখা গত বারের রাখা বীজ রোপন করেছি। ফলন কেমন হবে জানি না।
স্থানীয় বীজ ব্যবসায়ী আনছার আলী বলেন, মোকামেই বীজ পাওয়া যাচ্ছে না। আমরা না পেলে কৃষকের নিকট বিক্রি করবো কি?
জয়পুরহাট মুক্তি সীডসের স্বত্তাধিকারী মোনোয়ার হোসেন বলেন, প্রতিবছর পর্যাপ্ত পরিমাণ বীজের সাপ্লাই ছিলো। এবার অনেকটা কম। হাইব্রিড জাতের বিভিন্ন কোম্পানীর সংগ্রহ করে আনা হলেও দাম অনেক বেশি। আর তাছাড়া হাইব্রিড বীজ থেকে দেশিয় বীজের চাহিদা কৃষকদের।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved