প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৪, ২:০১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৪, ৫:৩৫ অপরাহ্ণ
শিবগঞ্জে আগুনে পুড়লো গোয়ালঘর ও গরু চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে আগুনে পুড়লো গোয়ালঘর ও গরু। এতে প্রায় ৪লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
দুর্ঘটনাটি ঘটেছে উপজেলার ০৯ নং দেউলী ইউনিয়নের লক্ষিকোলা চকপাড়া গ্রামে গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে ফজলুল বারী (৬০) এর বাড়িতে। ফজলুল বারী ঐ গ্রামের মৃতঃ রমজান আলীর ২য় ছেলে।
ফললুল বারীর স্ত্রী রিক্তা খাতুন বলেন, আমরা গতরাতে সাড়ে ১০টার দিকে ঘুমিয়ে পড়ি। হঠাৎ করে ১২টার দিকে গোয়ালঘরে আগুন লেগে যায়। আমার স্বামী ফজলুর বারী গোয়ালঘরের গরু বের করতে গেলে তার হাতের ও কপালের কিছু অংশ পুড়ে যায়। সে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছে। গ্রামবাসীর প্রচেষ্টায় ১ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
রিক্তা খাতুন আরও বলেন, আগুণে আমাদের গোয়ালঘরসহ ৩টি ঘড় পুড়ে যায়, আগুনে পুড়ে ১টি ষাঁড় গরু মারা যায় ও ২টি গরু মারাত্মকভাবে পুড়ে যায়। এতে আমাদের প্রায় ৪লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এখন সব হারিয়ে অসহায় হয়ে পরেছি।
এবিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বললেন, বিষয়টি আমি জেনেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ জেনে ও বাস্তব অবস্থা বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved