মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেত্রী ও আইনপ্রণেতা প্রিয়াঙ্কা গান্ধীর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হোসাইন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ফাওয়াদ বলেছেন, প্রিয়াঙ্কা গান্ধী প্রমাণ করেছেন যে তিনি সত্যিই উপমহাদেশের শীর্ষ স্বাধীনতা সংগ্রামী পণ্ডিত জওহরলাল নেহেরুর যোগ্য উত্তরাধিকারী। মঙ্গলবার ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার অধিবেশনে যোগ দেন কেরালার ওয়ানাড আসনের এমপি প্রিয়াঙ্কা গান্ধী। পার্লামেন্ট প্রবেশের সময় যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের জনগণকে সমর্থন এবং সেখানে যুদ্ধবন্ধের দাবিতে ‘প্যালেস্টাইন’ লেখা একটি হাতব্যাগ কাঁধে ঝুলিয়ে নিয়ে গিয়েছিলেন তিনি। সামাজিক যোাগযোগ মাধ্যমে সেই ব্যাগসহ প্রিয়াঙ্কার ছবি ভাইরাল হয়েছে।
বুধবার এক্সে ছবিটি শেয়ার করে চৌধুরী ফাওয়াদ বলেন, “ভারতের মহান স্বাধীনতা সংগ্রামী জওহরলাল নেহেরুর নাতনির কাছ থেকে আমরা যা প্রত্যাশা করি, তা পূরণ হলো। আজ প্রিয়াঙ্কা গান্ধী প্রমাণ করলেন, বামনদের মধ্যে তিনি মহাকায়। আর আমাদের জন্য এটি খুবই লজ্জার যে প্রিয়াঙ্কা যে সাহস দেখিয়েছেন, পাকিস্তানের কোনো এমপি আজ পর্যন্ত এমন সাহস দেখাতে পারলেন না।” চৌধুরী ফাওয়াদ হোসাইন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের একজন জ্যেষ্ঠ নেতা। ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন তিনি। ভারতের সরকারি দল বিজেপি অবশ্য প্রিয়াঙ্কার এই ব্যাগ নিয়ে পার্লামেন্ট অধিবেশনে আসার সমালোচনা করেছে। দলটির মুখপাত্র অমিত মালব্য এক এক্সপোস্টে প্রিয়াঙ্কার সেই ছবিটি শেয়ার করে বলেছেন, “কংগ্রেস একটি পরিবারতান্ত্রিক দল এবং মুসলিম তোষণের মাধ্যমে তারা এ ব্যাপারটি ঢেকে রাখার চেষ্টা করে। পার্লামেন্টে প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে এসে প্রিয়াঙ্কা বুঝিয়ে দিলেন যে তিনিও কংগ্রেসের তোষণনীতির সমর্থক এবং আমার মতে, প্রিয়াঙ্কা ভারতের রাজনীতিতে রাহুল গান্ধীর চেয়ে বড় বিপর্যয়কর হয়ে উঠবেন।”
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved