কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা সদরে সংঘবদ্ধ হয়ে জুয়া খেলার সময় ৬ যুবককে হাতেনাতে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ আটক করেছে পৌরসভার ফাঁড়ি পুলিশ।
শনিবার(১৮ মার্চ) সকালে শহরের পৌর শশ্মানঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,সদরের শশ্মানঘাট এলাকার শ্রী সুমন শীল(২৫) মোঃ মিলন মিয়া (১৮), মিস্ত্রিপাড়ার শ্রী আকাশ কুমার শীল (২৬), দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার ডালিম কুমার রায় (২৯), কুড়িগ্রাম সদরের গোরস্থান পাড়ার মোঃ জাকির হোসেন (২০), ও আরাফাত হোসেন (২৭)।
পুলিশ জানায়,কুড়িগ্রামে কিশোর অপরাধ হিসেবে আমাদের অনলাইন ও অফলাইনে জুয়া খেলার প্রবণতা কিছুটা বেড়েছে। এদের সাথে কম-বয়সী কিশোরাও যুক্ত হচ্ছে। আজ সকালে গোপন সংবাদের তথ্যের ভিত্তিতে এই ৬ জনকে হাতেনাতে আটক করা হয়।
জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন,'কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।'
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved