পার্বতীপুর (দিনাজপুর) থেকে ঃ ১৫ শতাংশ উৎপাদন খরচ কমে ২০ শতাংশ ফলন বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুরে প্রথমবারের মতো কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমালয়ে (একই সাথে অনেকের জমিতে ফসল চাষ) ৫০ একর জমিতে লাগানো ইরি-বোরো ফসলের ব্লক প্রদর্শনীর শষ্য কর্তন শুরু করা হয়েছে। আজ সোমবার দুপুরে মনমথপুর ইউনিয়নের তাজনগর কাজীপাড়া মাঠ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল শষ্য কর্তন উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.সাজেদুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারিন আজমি, উপসহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মাহাবুবুর রহমানসহ উপকারভোগী কৃষকগণ।
উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাজেদুর রহমান জানান, ২০ শতাংশ ফলন বৃদ্ধি ও ১৫ শতাংশ উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে উপজেলার মনমথপুর ইউনিয়নের দাগলাগঞ্জ বাজার সংলগ্ন তাজনগর কাজীপাড়া গ্রামের ৫০জন কৃষকের ৫০ একর জমিতে সমালয়ে ধান চাষের ব্লক প্রদর্শনীর জন্য জমি নির্ধারণ করা হয়। গত ৮ ফেব্রুয়ারী আধুনিক কৃষি যন্ত্রের মাধ্যমে বোরো হাইব্রিড জাতের বীজ রোপন করা হয়। এতে করে প্রতি একরে ৪ মে.টন ধান উৎপাদন হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved