মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : পার্বতীপুরে মিজানুর রহমান সিয়াম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪-২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এই টুর্নামেন্টের উদ্বোধন করেন পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এ জেড এম মেনহাজুল হক।
বুধবার (২৫ ডিসেম্বর ) বিকেলে পার্বতীপুর উপজেলার মন্মথপুর যশাইমোড় খেলোয়াড় কল্যান সমিতির আয়োজনে যশাই মোড় মাঠে খেলাটির উদ্বোধন করা হয়।
মিজানুর রহমান সিয়ামের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এ জেড এম মেনহাজুল হক ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক জালাল উদ্দিন আহাম্মেদ সাধারন সম্পাদক উপজেলা বিএনপি, পাবর্তীপুর,মোঃ ওহিদুল হক সরদার সহ-সভাপতি উপজেলা বিএনপি, পার্বতীপুর,মোঃ রবিউল ইসলাম বাবু আহবায়ক পৌর যুবদল, পার্বতীপুর,মোঃ হান্নান আশরাফী প্রিন্স আহবায়ক উপজেলা সেচ্ছাসেবক দল,পার্বতীপুর ও মোঃ শরিফুল ইসলাম বাবু সদস্য সচিব উপজেলা সেচ্ছাসেবক দল,পার্বতীপুর।
এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,মোঃ নজরুল ইসলাম সরকার চেয়ারম্যান মোমিনপুর ইউপি।
খেলায় ডাক্তার হারেজ উদ্দিন ফুটবল একাডেমি চিরিরবন্দরকে ৩-০ গোলে পরাজিত করে আর এস এফ সি ফুটবল একাদশ রাজিবপুর নওগাঁ বিজয়ী হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved