ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:মহান বিজয় দিবস উপলক্ষে শিশু-কিশোরদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে ও সেই চেতনা তাদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” গল্প শোনার আসরের আয়োজন করা হয়।
“আমাদের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের তিপ্পান্ন বছর” এই স্লোগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ফুলবাড়ীতে মৃত্তিকা খেলা ঘরের উদ্যোগে বেগম আফতাবুনেছা মাল্টিমিডিয়া স্কুল মাঠে শিশু-কিশোরদের নিয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক বাস্তব গল্প শোনার আসরের আয়োজন করা হয়। পরে সেখানে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
স্মৃতিচারণ করে মুক্তিযুদ্ধের গল্প শোনান কেন্দ্রীয় খেলা ঘরের সদস্য ও জেলা কমিটির উপদেষ্টা নূরল মতিন সৈকত। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রিয় খেলা ঘরের সদস্য ও মৃত্তিকা খেলা ঘরের দিনাজপুর জেলা উপদেষ্টা এসএম নুরুজ্জামান আব্দুল্ল্যাহ, ফুলবাড়ী প্রেসকাবের সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম ডিফেন্স, মৃত্তিকা খেলা ঘরের প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক জেরিন তাসমিন নিঝুম, মৃত্তিকা খেলা ঘরের বর্তমান সাধারণ সম্পাদক নাসিম মাহমুদ, শহিদ স্মৃতি আদর্শ কলেজের শিক্ষক গোলাম কিবরিয়া, প্রভাষক বিপ্লব দাস, বেগম আফতাবুনেছা মাল্টিমিডিয়া স্কুলের পরিচালক এসএম আব্দুল্লাহ প্রমুখ।
মুসল্লিদের উপর হামলার প্রতিবাদসহ সাদ পন্থীদের
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved