ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট পৌরশহরে সেঁজুতি প্রি-ক্যাডেট স্কুল নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১ টায় পৌরশহরের কালিতলা এলাকায় প্রধান অতিথি সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন ফিটা কেঁটে স্কুলের উদ্বোধন করেন। স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি শাহনেওয়াজ এর সভাপতিত্বে ও স্কুলটির সহকারী শিক্ষক আরিফা বিলকিস এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন।
বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক, পৌর নাগরিক কমিটির সা.সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ওসমানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেল্লাল হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন, স্কুল প্রতিষ্ঠাতা মোহাম্মদ সোহেল, ব্যবস্থাপক পরিচালক সাজ্জাদ হোসেন পারভেজ, শাহ্ ইসমাইল গাজি (রাঃ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান চৌধুরী লাবলু, নুরজাহানপুর অবঃ সামরিক কলোনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কুমার কন্ঠ, আ.সি. বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আল মামুন সরকার, দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জামিল হোসেন,বিশিষ্ট ব্যবসায়ি সাব্বির হোসেনসহ প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ' স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এমন একটি শিশু শিক্ষা প্রতিষ্ঠান গড়ার জন্য স্কুল পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান এবং অত্র প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
পরে মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved