প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৬:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৪, ৬:৫৫ অপরাহ্ণ
পাঁচবিবিতে কাঁটাপুকুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের কাঁটাপুকুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে এডুকেশন এন্ড সোশ্যাল ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৪ আজ শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর জামায়াতের সাবেক আমির শফিকুল ইসলাম কলম মাস্টার।
কুসুম্বা ইউনিয়ন ৩ নং নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মোঃ আবু জাফর সিদ্দিকের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক উদীয়মান তরুণ নেতা মোঃ শামীম হোসেন মন্ডল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কুসুম্বা ইউনিয়ন জামাতের আমির আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান, পৌর যুবদলের সাবেক সহ-সভাপতি হারুনুর রশিদ সজল,কাঁটাপুকুর শাখা ছাত্রশিবিরের সভাপতি আরিফুর রহমান, ৩ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন, ওয়ার্ড সভাপতি আবুল কাশেম, কুসুম্বা ৭ নং ওয়ার্ড জামাতের সেক্রেটারি মাওলানা মোঃ মাহফুজুর রহমান, মোঃ ওমর ফারুক ও পাঁচবিবি বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রভাষক রবিউল ইসলাম প্রমুখ।
শেষে বিজয়ী খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান ও বিশেষ অতিথি বৃন্দ।
দ্বিতীয় পর্বে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন জয়পুরহাটের উদ্ভাবন শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved