সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: আগামী রোববার) ২৯ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে বর্ণাঢ্য স্বাগত র্যালী করেছে নীলফামারীর সৈয়দপুর জামায়াত। শনিবার (২৮ ডিসেম্বর) বাদ মাগরিব সৈয়দপুর জামে মসজিদের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেখানেই এসে শেষ হয় র্যালীটি।
জামায়াতের নীলফামারী জেলা মানব সম্পদ বিভাগের সেক্রেটারি অধ্যাপক আব্দুল কাদিমের নেতৃত্বে র্যালী শেষে খোরাক হোটলের সামনে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দপুর উপজেলা সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম, শহর আমির শরফুদ্দিন খান, সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, কামারপুকুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মুহিত প্রমুখ।
বক্তারা, আগামীকাল রোববার সন্ধ্যায় সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত পথসভার প্রধান অতিথি আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান কে অগ্রীম লাল গোলাপ শুভেচ্ছা জানান। সৈয়দপুরবাসীর পক্ষ থেকে স্বাগত জানিয়ে তারা বলেন, আমীরের এই আগমন আমাদেরকে ধন্য করেছে। উত্তর বঙ্গ অবহেলিত তাই আমির জামায়াত উত্তর বঙ্গ নিয়ে তার মুখ থেকে মূল্যবান বক্ত উঠে আসবে। তাই দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণকে উক্ত পথসভায় অংশ গ্রহণ করার আহ্বান জানান।
পথসভা সফল করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। তিনি জানান, গত তিন ধরে মাইকিং করে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। সেই সাথে শহরের গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার লাগানো হয়েছে। পাশাপাশি লিফলেট নিয়ে মসজিদ প্রাঙ্গন ও হাটে বাজারে দাওয়াত দেওয়া হয়েছে। ফেসবুক ও স্থানীয় অনলাইন নিউজ পোর্টালগুলোর মাধ্যমেও দলীয় ও ব্যক্তিগতভাবে প্রচারণা কার্যক্রম চলছে।
উল্লেখ্য, সোমবার দিনাজপুর জেলার কর্মী সম্মেলন উপলক্ষে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান আগের দিন সন্ধা সাড়ে ৬ টায় আকাশপথে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে আসবেন। সেখান থেকে সড়ক পথে দিনাজপুর যাওয়ার মাঝে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের পথসভায় বক্তব্য রাখবেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved