প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৯:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৪, ৩:২৬ অপরাহ্ণ
শেরপুরে বাস-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে নিহত-৬
শেরপুর প্রতিনিধি : শেরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজি'র মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা চালকসহ ৫ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তির পর অজ্ঞাত পরিচয়ে মারা গেছে আরো একজন। রবিবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে শেরপুর সদর থানার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকার জোড়া পাম্প সংলগ্ন এলাকা এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিএনজি চালক লোকমান হোসেন (৩৮) অবসরপ্রাপ্ত শিক্ষক মোখলেছুর রহমান (৭৮), তার স্ত্রী উম্মে কুলসুম (৬৫), কামরুজ্জামান বাবু (২৮), তার ছোট বোন মাইশা তাসলিমা মীম (২২)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রবিবার সকাল সাড়ে এগারোটার দিকে নকলা থেকে ছেড়ে আসা শেরপুরগামী যাত্রীবাহী সিএনজি ও কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস রিফাত পরিবহন শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোড়া পাম্প এলাকায় পৌঁছিলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে সিএনজি'ন চালকসহ ঘটনাস্থলেই ৫ জন মারা যায। এসময় স্থানীয়রা গুরুতর আহত অজ্ঞাত পরিচয়ে অপরজনকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে। শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটিকে আটক করা হলেও ড্রাইভার পালিয়ে গেছে। ভেঙ্গেমুচড়ে যাওয়া সিএনজিটিও উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved