মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঠান্ডায় অসুস্থ হয়ে পড়া একটি হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
শনিবার (২৮ ডিসেম্বর) রাত ১১টায় শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন চা বাগান এলাকা থেকে শকুনটিকে উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।
সজল দেব জানান, অতিরিক্ত ঠান্ডায় শকুনটি অসুস্থ হয়ে ধান ক্ষেতে নেমে আসে। স্থানীয় শিশুরা শকুনটির সাথে খেলা করছিল দেখে বদরুল আলম নামের এক সিএনজি চালক বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়। খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ওই এলাকা থেকে শকুনটিকে উদ্ধার করে নিয়ে আসি। তিনি জানান উদ্ধার করা শকুনটি হিমালয়ান গৃধিনী প্রজাতির শকুন। আহত শকুনটিকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে আজ ২৯ ডিসেম্বর সকালে বনবিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান ও রেন্জ কর্মকর্তা আনিসুজ্জামানের কাছে হস্তান্তর করা হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved