মৌলভীবাজার প্রতিনিধি:চা বাগানে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সংগঠন বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন (বিটিইএসএ) ৬০তম বার্ষিক সাধারণ সভা ও হীরক জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ ডেিসম্বর) সকাল ১১টায় শ্রীমঙ্গলস্থ কলেজ রোড শিশু উদ্যান মাঠে এ সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন। বিটিইএসএ’র সিনিয়র সহ সভাপতি শেখ কাওছার মিয়ার সভাপতিত্বে ও বিটিইএসএ’র সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারন সম্পাদক নুরুল ইসলাম খান (নাসিম)। সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন মো. সুরমান আলী, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, পুলক রঞ্জন ধর, সাকি রিজওয়ানা প্রমুখ। অনুষ্ঠানে দেশের জেলা ও ভ্যালীতে আগত সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভা শেষে টি স্টাফদের ছেলেমেয়েদের মধ্যে ২০২৩ সালের জিপিএ ৫ প্রাপ্তদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ বিতরন করা হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved