বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সদ্য সংবাদ:

মু‌ক্তি‌যোদ্ধার নাম ও ছ‌বি ব‌্যবহার ক‌রে প্রতারণার অ‌ভি‌যোগ

মু‌ক্তি‌যোদ্ধার নাম ও ছ‌বি ব‌্যবহার ক‌রে প্রতারণার অ‌ভি‌যোগ
 উলিপুর কু‌ড়িগ্রাম   প্রতি‌নি‌ধিঃ মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস এবং স্বাধীনতার জন‌্য তা‌দের অসীম অবদানের প্রতি সম্মান জানানো হলেও কিছু অসাদু ব্যক্তি একজন বীর মুক্তিযোদ্ধার নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা ক‌রে আস‌ছেন ব‌লে অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে। এমন একটি অভিযোগ তু‌লে সংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী। তি‌নি কু‌ড়িগ্রা‌মের উলিপুর উপ‌জেলার তবকপুর বামনাছড়া এলাকার বা‌সিন্দা। মঙ্গলবার (৩১‌ডি‌সেম্বর) উলিপুর পৌরশহ‌রের পুরাতন বাস স্ট‌্যান্ড এলাকায় অনু‌ষ্ঠিত সংবাদ স‌ম্মেল‌নে তিনি দাবি করেন, দীর্ঘ‌দিন ধ‌রে তার নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা ক‌রে আস‌ছেন।
এ সময় মু‌ক্তি‌যোদ্ধা সোলায়মান আলী বলেন, “আমি অনেক দিন ধরে শুনছিলাম, আমার নাম এবং ছবি ব্যবহার করে মোস্তা‌ফিজার রহমান না‌মে এক‌ ব‌্যক্তি প্রতারণা ক‌রে আস‌ছেন। মোস্তা‌ফিজার রহমান ‘বস লু‌ব্রিকেন্টস’ এক‌টি মবিল কম্পা‌নির হেড অফ সেলস কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।”
তিনি দাবি করেন, ‘মোস্তাফিজুর রহমান আমার দূর সম্পর্কের আত্মীয় হয়। সেই সুবাদে গত ২০২৩সা‌লের ৮ অ‌ক্টোবর আমাকে বস লু‌ব্রিকেন্টস কম্পা‌নির ডিস্ট্রিবিউটর দেওয়ার জন্য প্রস্তাব করেন। ওই মা‌সের ১৮ তা‌রি‌খ ব্রা‌জি‌লের ফুটবলার রোনালদিনহো ওই কম্পা‌নির অনুষ্ঠা‌নে ঢাকায় আসেন। অনুষ্ঠানে আমাকেও আমন্ত্রণ জানানো হয়।’
অনুষ্ঠা‌নে যাওয়ার পর আমা‌কে একজন ব‌ীর মু‌ক্তি‌যোদ্ধা হি‌সে‌বে সম্মান জানি‌য়ে মঞ্চে ডাকা হয়। মঞ্চে ফুটবলার রোনালদিনহোর সঙ্গে হাত মোলাকাত করি এবং ছ‌বি তু‌লি।
প‌রে জান‌তে পারলাম মঞ্চে থাকা সেই ছবি ও আমার নাম ‘বস লুব্রিকেন্টেস’ এর চেয়ারম্যান হিসেবে প্রচার করে ডিস্ট্রিবিউটর দেওয়ার নাম ক‌রে বি‌ভিন্নজ‌নের কা‌ছে অর্থ হা‌তি‌য়ে নেওয়া হ‌চ্ছে। ইতিম‌ধ্যে প্রতারণার শিকার হয়ে ক‌য়েক জন ব‌্যক্তি আমার ও আমার প‌রিবা‌রের সদস‌্যদের যোগা‌যোগ কর‌তে‌ছে। যা মো‌টেও সঠিক নয়। এছাড়াও আমি লুব্রিকেন্টেস এর চেয়ারম্যান বা অন্য যে কোনো পদে ছিলাম না, এখনও নই। এমনকি পরিবেশকও নই। আমি গ্রামের মানুষ, কোম্পানি সম্পর্কে আমার কোনো খারণাও নেই।
ত‌বে এ বিষ‌য়ে অ‌ভিযুক্ত মোস্তা‌ফিজার রহমা‌নের স‌ঙ্গে যোগা‌যোগ করা হ‌লে তার দু‌টি মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়নি।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন