আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বিএনপির অফিসে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ সংক্রান্ত নাশকতা মামলায় রহমত হোসেন (২৭) নামের এক ওয়ার্ড ছাত্রলীগের সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রহমত উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কোমারপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে। তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাখার সভাপতি।
মামলা সূত্রে জানাযায়, গত ৪ আগষ্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঠেকানোর জন্য আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মি ককটেল, পেট্রোল, সাবল ও লাঠি সোডাসহ দলবদ্ধভাবে ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে আদমদীঘি সদরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসের সামনে ককটেল নিপে ও বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি অফিসে ঢুকে দরজা জানালা ভাংচুর, চেয়ার, কাঠের আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র ও শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে পুড়িয়ে ফেলে। এ ঘটনায় গত ২৫ আগষ্ট রাতে আদমদীঘি উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান বাদী হয়ে ১২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২৫০জনের নামে বিশেষ মতা আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় মঙ্গলবার সকালে রহমত হোসেনকে কোমারপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, ওই দিন দুপুরে গ্রেপ্তারকৃত রহমত হোসেনকে আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved