মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : দিনাজপুরের রেলওয়ে জংশন খ্যাত ও খনিজ সম্পদে সমৃদ্ধ পার্বতীপুর উপজেলায় যৌথ ভাবে নির্মানাধীন খাদ্য প্রক্রিয়াজাত করণ প্রতিষ্ঠান স্পেন-বাংলাদেশ এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই এলাকার মানুষের কর্ম সংস্থানের নতুন দিগন্তের উন্মোচন করবে।
জানা গেছে,পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের যশাই এলাকার চন্দ্রাপুরে ২০ একর জমির উপর (পর্যায়ক্রমে জমির পরিমাণ আরো বাড়বে) যৌথভাবে নির্মান করা হচ্ছে খাদ্য প্রক্রিয়াজাত করণ প্রতিষ্ঠান স্পেন-বাংলাদেশ এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ইতোমধ্যেই এই প্রতিষ্ঠানটির কনস্ট্রাকশনের কার্যক্রম শুরু হয়েছে। নির্মান শেষে এই প্রতিষ্ঠানটির মূল কার্যক্রম শুরু হলে প্রত্যক্ষভাবে পার্বতীপুরের তিন শতাধিক মানুষের কর্মসংস্থানের পাশাপাশি সহস্রাধিক মানুষের পরোক্ষভাবে কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং সেই সাথে মানুষের জীবন যাত্রার মানও বাড়বে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন,স্পেন-বাংলাদেশ এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডে মূলত উন্নত জাতের মিষ্টি ভুট্টা চাষাবাদ ও উৎপাদন করে তা এই ইন্ডাস্ট্রিতে প্রসেসের মাধ্যমে দেশের বাইরে রপ্তানি করা হবে। সেই সাথে আনারস এবং তাঞ্জারি কমলা দেশের বিভিন্ন অঞ্চল এবং বিদেশ থেকে আমদানি করে তা এই ইন্ডাস্ট্রিতে প্রসেসের মাধ্যমে বিদেশে পাঠানো হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved