নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুরের গোপালপুরে উৎসাহ-উদ্দীপনা ও বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার গোপালপুর পৌর ছাত্রদলের আয়োজনে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও কেক কাটা হয়। প্রতিষ্ঠা-বার্ষিকীর র্যালিতে পৌর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বুধবার (১ জানুয়ারি) বিকেলে গোপালপুর হাই¯ু‹ল মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করে গোপালপুর পৌর ছাত্রদল। র্যালীটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে গোপালপুর বাজার সোনালী ব্যাংকের সংলগ্ন এলাকায় এসে শেষ হয়। র্যালী শেষ ছাত্রনেতা মমিন হোসেন সৌরভের সভাপতিত্বে ও আবদুল্লাহ আল মাহাদি মিতুলের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, প্রধান বক্তা হিসেবে বক্তব্যদেন নাটোর জেলা ছাত্রদলের সম্মানিত সদস্য মোঃ নাজির হোসেন খান রিমন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন তিতুমীর কলেজের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান, নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদি হাসান আরিফ, লালপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনজু আহমেদ রয়েল প্রমুখ। পরে আলোচনা সভা শেষে কেক কাটা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এই সংগঠন। বিভিন্ন চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয় ছাত্রদল। ছাত্রদল সবসময় গণতন্ত্রের পে কাজ করে এসেছে। এতদিন স্বৈরাচার হাসিনা সরকার ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করেছে। আজ দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে।’
এসময় গোপালপুর পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved