ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে বাসের ছাদ থেকে পড়ে হেলপার আল-আমিন (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (১জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার রাণীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল-আমিনের বাড়ি সিরাজগঞ্জের চান্দায়কোনা এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকার কাপড় ব্যবসায়ীরা সিরাজগঞ্জ থেকে কাপড় কিনে "রেখা" বাসের ছাদে করে নিয়ে আসছিলেন। উপজেলার রাণীগঞ্জ বাজার এলাকায় বাস এসে পৌছালে, ব্যবসায়ীদের কাপড়ের ঢোপ নামিয়ে দেওয়ার জন্য ছাদে উঠে বাসের হেলপার আল-আমিন। সেসময় ছাদ থেকে কাপড়ের ঢোপ নীচে নামাতে গিয়ে নিজের ভারসাম্য রক্ষা করতে না পেরে ছাদ থেকে পাকা রাস্তার উপর পড়ে যায় এবং নাক মুখ ফেটে গুরুতর আহত হয়। তখন স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক। তিনি জানান, দুর্ঘনায় নিহত ব্যক্তির লাশ পুলিশ হেফাজতে আছে। তাঁর পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। পরিবারের লোকজন রওনা দিয়েছেন। তাদের সাথে কথা বলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved