প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৫:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২, ২০২৫, ৫:২৩ অপরাহ্ণ
হোমনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
হোমনা( কুমিল্লা) প্রতিনিধিঃ "নেই পাশে কেউ যার,সমাজসেবা আছে তার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার পরিষদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শিল্পকলা একাডেমীর সামনে গিয়ে শেষ হয়।
পরবর্তীতে ওয়াকথন প্রতিযোগীতা শেষে উপজেলা মিলনায়তনে কল্যাণ রাষ্ট্র বিষয়ক যুব আড্ডা অনুষ্ঠিত হয়। আড্ডা পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ক্ষেমালিকা চাকমা।
আড্ডায় অংশ গ্রহন করেন উপজলা নির্বাহী অফিসার ইউএনও ক্ষেমালিকা চাকমা,উপজেলা সমাজসেবা অফিসার রাসেল আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, উপজেলা আর ডি ও স্বপন চন্দ্রবর্মন, সহকারী সমাজ সেবা অফিসার রইস উদ্দিন,হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো.আবদুল হক সরকার,মো. কামাল হোসেন, হোমনা থানা প্রেসক্লাবের সভাপতি মো. আস্থা ফাউন্ডেশনের পরিচালক মো. জাকির হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. সাইদুল ইসলাম, মো. আশ্রাফ আলী, মো. ইউনুছ প্রমূখ।
এ সময় ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য, সমাজসেবা অধিদপ্তরে আওতাধীন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, এতিমখানার প্রধান, বিধবা ও বয়ষ্ক ভাতা প্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও ক্ষেমালিকা চাকমা তারুন্যের উৎসব ২০২৫ সফল করতে বই মেলা, উদ্যেক্তা মেলাসহ ইউনিয়ন ভিত্তিক বিভিন্ন খেলাধূলা, স্কুল কলেজে বিতর্ক, কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগীতা আয়োজনে সকলের সহযোগীতা কামনা করেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved