প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৪:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২, ২০২৫, ৭:৫৪ অপরাহ্ণ
উলিপুরে জাতীয় সমাজ সেবা দিবস উদযাপন
উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধিঃ কেউ নেই যার সমাজ সেবা আছে তার ” এ শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে একটি র্যালি বের হয় র্যালিটি শহরের মূল মূল ফটক গুলো প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা সমাজ সেবা অফিস কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজী মাহমুদুর রহমান | অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার
মোঃ লুৎফর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সৈইফুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সখিনা বেগম সহ উপজলার বিভিন্ন দপ্তরের কর্মকতা কর্মচারীবৃন্দ এবং উলিপুর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি, বেসরকারি ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত এতিমখানার সভাপতি সম্পাদকবৃন্দসহ বিভিন্ন সেবাগ্রহীতা এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved