মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বছর শুরু হতে না হতেই রাজধানীসহ সারাদেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার সঙ্গে বইছে কনকনে ঠান্ডা বাতাস। বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। হিমেল হাওয়ায় কাঁপছে দেশ। দেখা নেই সূর্যের। বইছে উত্তুরে হাওয়া। ঘরের বাইরে গেলে শরীরে জাগছে কাঁপন।
আজ শুক্রবার (৩ জানুয়ারি) মধ্যরাত থেকেই রাজধানী ঢেকে গেছে ঘন কুয়াশায়। আর কুয়াশার প্রভাবে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। সকাল থেকেই দেখা নেই সূর্যের।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ে, ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল চুয়াডাঙ্গায়, ৯.৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস আরও জানায়, ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না। তাতে শীত বেশি অনুভূত হচ্ছে। আগামী কয়েক দিন এমন পরিস্থিতি বহাল থাকতে পারে। বিরতি দিয়ে জানুয়ারির মধ্যভাগ থেকে আসতে পারে শৈত্যপ্রবাহ। তীব্র ঠান্ডায় শিশু ও বৃদ্ধদের বাড়তি যত্ন নেয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
এরইমধ্যে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে প্রতিদিনই নামছে তাপমাত্রার পারদ। দিনের বেলায়ও আলো জ্বালিয়ে চলছে যানবাহনগুলো। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। শীতে কাবু হয়ে পড়েছে শিশুসহ নানা বয়সী মানুষ।
সবচেয়ে বিপাকে পড়েছে ভবঘুরে ও শ্রমজীবীরা। রিকশাচালক, দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষের ভোগান্তির মাত্রা বেশি। তীব্র ঠান্ডা উপেক্ষা করে ভোরেই কাজ নেমেছেন তারা। ঘন কুয়াশা আর হাড় কাঁপানো ঠান্ডায় জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি।
*** এমএন/এমপি ***
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved