ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তৈরী করা এই দল সৃষ্টি থেকে আজ অবদি সব সময় জনগণের পাশে থাকার চেষ্টা করে আসছে। মানুষের দুঃখ দুর্দশা, মানুষের কষ্ট, মানুষের অধিকার যখন কেউ ছিনিয়ে নিতে চায়,সেইটি ফিরিয়ে দেওয়ার আন্দোলনসহ সব কিছুতেই আমরা মানুষের পাশে থাকতে চাই।
শনিবার (৪ ডিসেম্বর) বিকাল ৩ টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলার সকল এতিমখানা, মাদ্রাসাসহ গির্জা ও পুজা মন্ডপের নেতৃবৃন্দ হতে শীতবস্ত্র বিতরণ কালে এসব কথা বলেন।
জাহিদ হোসেন বলেন, আমরা একটি রাজনৈতিক দলের কর্মী। কিন্তু মানবিক যে কার্যক্রম শহীদ জিয়া যেভাবে করতেন, বেগম খালেদা জিয়াও একই ভাবে করে এসেছেন, আমাদের নেতা তারেক রহমানও সেই কার্যক্রম আমাদের মাধ্যমে আমাদের নেতাকর্মীদের মাধ্যমে অব্যাহত রেখেছেন।
তিনি আরও বলেন, আমাদের দলের ৩১ দফা দলের নেতাকর্মীরা আপনাদের এলাকার পাড়া-মহল্লায়,বাড়িতে বাড়িতে পৌছে দিয়েছে,দিচ্ছেন এবং আর দিবেন। জাতীয়তাবাদী দল যদি কখনো আপনাদের দ্বারা নির্বাচিত হয়, আপনাদের প্রতিনিধি হয়, তাহলে আপনারা ৩১ দফার মাধ্যমে আগেই বুঝতে পারবেন বিএনপি আপনাদের জন্য কি করবে। আমাদের রাষ্ট্র সংস্কারের যে কর্মসূচি সেই কর্মসূচির প্রতি আপনারা ঐক্যবদ্ধভাবে সমর্থন দিবেন।
এসময় উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মোঃ শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, জেলা বিএনপির যুগ্ম সাঃ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সাঃ সম্পাদক আবু সাঈদ, সিনিয়র সহ-সভাপতি মাহবুবর রহমান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাফুজার রহমানসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved