আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ১০০ কেভিএ দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি যাওয়া থেকে রক্ষা করলেন গ্রামবাসী। সোমবার গভীর রাতে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির শালগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়।
জানা যায়, সোমবার গভীর রাতে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির শালগ্রাম এলাকায় রাস্তার ধারে ১০০ কেভিএ দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে পুল থেকে মাটিতে নামিয়ে তামার তার ও যন্ত্রাংশ খুলছিল কয়েকজন চোরেরা। এসময় গ্রামবাসী বুঝতে পেরে একত্রে হয়ে
দলবদ্ধভাবে সেখানে যান। বিষয়টি বুঝতে পেরে চোরেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গ্রামবাসীদের এমন কাজে সাদুবাদ জানিয়েছেন পুলিশ ও প্রশাসন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। গ্রামবাসীরা খুব ভালো একটা কাজ করেছেন। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved