প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৪:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৮, ২০২৫, ৪:১৭ অপরাহ্ণ
সাদুল্লাপুরে প্রতিপক্ষের হামলায় বসতবাড়ী ভাংচুর!! দম্পতিকে মারপিট
গাইবান্ধা প্রতিনিধিঃ জেলার সাদুল্লাপুর উপজেলায় জমিজমা সংক্রান্তের জের ধরে দম্পতিকে মারপিট সহ বসতবাড়ী ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার বলিদহ গাছুপাড়া গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে ইদ্রিস আলী ও একই গ্রামের রবিউল গংদের সহিত জমিজমা সংক্রান্ত বিবাদ চলে আসছিল। উক্ত বিবাদ নিষ্পত্তির জন্য বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে বলে জানা যায়।
এরই ধারাবাহিকতায় ৬ জানুয়ারী বিকালে রবিউল গংরা হামলা চালিয়ে ইদ্রিসের বসতবাড়ী ভাংচুর করে। এসময় বাধা দিতে গেলে ইদ্রিস ও তার স্ত্রীকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে আহত দম্পতি চিকিৎসাধীন রয়েছে।
এবিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষ রবিউল গংরা বলেন, জমিসহ এইবসতবাড়ী তাদের নয়,আমরা ক্রয়সূত্রে এইজমির মালিক। দলিল ও বর্তমান রেকর্ড আমাদের নামে রয়েছে বলেই আমরা জমি দখলে নিয়েছি।
উল্লেখ্য বিষয়ে এলাকাবাসী বলেন,এই বিবাদের নিষ্পত্তি না হলে যেকোনো মূহুর্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved