খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: গত ২০২৪ সালে একদিনও ছুটি ভোগ না করা দিনাজপুরের খানসামা উপজেলার দলি গুলিয়াড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক মো: মশিউর রহমানকে সংবর্ধনা প্রদান করেছে সহকর্মী ও শিক্ষা বিভাগ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারী) দুপুরে ওই স্কুল চত্বরে মো: মশিউর রহমানকে ক্রেস্ট প্রদান করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাখাওয়াত হোসেন, প্রধান শিক্ষক মো: আক্তারুজ্জামান, সহকারী শিক্ষকগণ, অভিভাবক ও শিক্ষার্থীরা।
সহকারী শিক্ষক মো: মশিউর রহমান বলেন, গত বছরে কোন নৈমিত্তিক কোন ছুটি ভোগ করিনি। আমার বিশেষ কোন প্রয়োজন হলেও সেটা সরকারি ছুটির দিনে সম্পন্ন করেছি যেন স্কুল চলার সময়ে শিক্ষার্থীদের সাথে থাকতে পারি। তিনি বলেন, আগামীতেও চেষ্টা থাকবে খুব জরুরী ছাড়া ছুটি না কাটানোর।
এই কাজের প্রশংসা করে দলি গুলিয়াড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতারুজ্জামান বলেন, মশিউর রহমানের নিয়মানুবর্তিতা ও দায়িত্ব দেখে সবাই খুশি। তাই আমরা সহকর্মীরা মিলে সামান্য সম্মাননা প্রদান করেছি। যেন সবাই উৎসাহিত হই।
উল্লেখ্য, একজন সরকারি চাকুরীজীবি প্রতি বছরে উর্দ্ধতনের অনুমতি সাপেক্ষে ২০ দিন নৈমিত্তিক ছুটি ভোগ করতে পারেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved