আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে আব্দুর রহমান (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের জিনইর গ্রামের ফসলি মাঠে এ ঘটনা ঘটে। আব্দুর রহমান উপজেলার সদর ইউনিয়নের ডালম্বা গ্রামের মৃত ওসমানের ছেলে। শুক্রবার সকালে ওই গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। সেইসাথে চুরির সঙ্গে জড়িত সাজ্জাদ আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের জিনইর গ্রামের মাঠে ফসলি জমিতে সেচ পাম্প দেওয়ার পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে খুঁটিতে উঠেন আব্দুর রহমান। এসময় অসাবধানবশত শরীরে বৈদ্যুতিক তার স্পর্শ লেগে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু অবস্থায় ঝুলে থাকে। সকালে কৃষকরা মাঠে গেলে মৃত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করা হয়। এসময় চুরির সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে। পরে তার থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়। নিহত পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved