সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নীলফামারীর সৈয়দপুর শহর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বেলা ৩ টা থেকে সন্ধ্যা সাড়ে ৫ টা পর্যন্ত সৈয়দপুর রেলওয়ে মূর্তজা মিলনায়তনে এর আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক ও নীলফামারী জেলা সভাপতি মনিরুজ্জামান জুয়েল। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির সৈয়দপুর উপজেলার প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।
অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর শহর শাখার প্রধান উপদেষ্টা শরফুদ্দীন খান, উপদেষ্টা মাওলানা ওয়াজেদ আলী ও নীলফামারী জেলা শাখা ২০২৫-২৬ খ্রীস্টাব্দ সেশনের ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরি পরিষদ গঠন করা হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে আবারও নির্বাচিত ও মনোনীত হয়েছেন আব্দুল মোমেন ও জুনায়েদ আহমেদ। সভাপতিকে শপথ পাঠ করান প্রধান অতিথি আর সভাপতির কাছে শপথ নেন দুই জন সহ সভাপতি আব্দুল মুয়ীদ আলাল ও জুলফিকার আলী।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved