মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি (এফপিএমসি) পুনর্গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এতে সভাপতি হিসেবে রয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। সার্বিক খাদ্য পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখবে এ কমিটি।
এ কমিটি গঠন করে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
২১ সদস্যের কমিটিতে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের (এফপিএমইউ) মহাপরিচালককে সদস্যসচিব করা হয়েছে।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, কমিটি সার্বিক খাদ্য পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখবে; কমিটি খাদ্যশস্য উৎপাদনের পরিসংখ্যান, খাদ্যশস্যের চাহিদা নিরূপণ, খাদ্যশস্যের মজুত, সামগ্রিক খাদ্য ব্যবস্থাপনা, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এবং খাদ্য সম্পর্কীয় অন্যান্য বিষয় পর্যালোচনা করে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সরকারকে পরামর্শ দেবে; পুষ্টিকর স্বাস্থ্যসম্মত খাদ্যের নিশ্চয়তা বিধানে বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করে সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দেবে এবং জনগণের নিরাপদ খাদ্যের চাহিদা বিবেচনায় রেখে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা ও পরামর্শ দেবে।
খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট (এফপিএমইউ) এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved