মৌলভীবাজার প্রতিনিধিঃ চায়ের দেশ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমকালো আয়োহনের মধ্য দিয়ে উদভবন করা হয়েছে ৩দিনব্যাপী হারমোনি ফেষ্টিভ্যাল।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে শহরতলীর কাকিয়াছড়া চা বাগান মাঠে ফেষ্টিভ্যাল এর শুভ উদ্ধোধন করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মূখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবের এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার মূখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব নাসরিন জাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার খান রেজা-উন-নবী, এসএমই ফাউণ্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়। হারমোনি ফেষ্টিভ্যাল, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রলায়ের একটি উদ্যােগ যেখানে বাংলাদেশের নৃ-গোষ্ঠির বর্ণিল জীবন ও সংস্কৃতিকে একটি প্লাটফরমে নিয়ে আসা হয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথমবারের মতো তিনদিনব্যাপি এ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে যেখানে শ্রীমঙ্গল এবং সংলগ্ন এলাকায় বসবাসরত ২৬টির অধিক নৃ-গোষ্ঠির বৈচিত্র্যময় জীবনাচার,সংস্কৃতি, ঐতিহ্য ও উৎপাদিত পণ্য ৫০টি স্টল ও অনস্টেজ পরিবেশনার মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হারমোনি ফেস্টিভ্যাল মৌলভীবাজার জেলার পর্যটন শিল্পে ভিন্নমাত্রা যোগ করেছে যা ট্যুরিস্টদের অনন্য অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।
শ্রীমঙ্গল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা যেখানে টি ট্যুরিজম, ওয়াইল্ডলাইফ ট্যুরিজমসহ বিভিন্ন ধরনের পর্যটন বিকাশের সুযোগ রয়েছে। বাংলাদেশে বহির্বিশ্ব থেকে আগত পর্যটকদের একটি উল্লেখযোগ্য অংশ প্রতিবছর শ্রীমঙ্গলসহ জেলার বিভিন্ন পর্যটন স্পটে ভ্রমন করে থাকে। হারমোনি ফেস্টিভ্যাল এ অঞ্চলে নৃ-গোষ্ঠির ঐতিহ্য, সংস্কৃতি, জীবনাচারের টেকসই রুপদান, ট্যুরিষ্টদের অনন্য অভিজ্ঞতা প্রদান এবং বাংলাদেশের নতুন ট্যুরিজম প্রডাক্ট উন্নয়নে কার্যকর ভুমিকা রাখবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved