মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্যাস সিলিন্পারের লিকেজ থেকে অগ্নিকান্ডের ঘটনায় ২ ভাইয়ের বসতঘর এবং ঘরের সমুদয় আসবাবপত্র ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় ক্সতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা প্রশাসন ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা মো. মহসিন মিয়া মধূ।
সোমবার রাতে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের পাশে সাবেত সেনা সদস্য নৃপেশ চন্দ্র দেব ও তার ভাই নিবারণ দেব এর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তাৎক্ষনিক খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে অনে। এর আগেই দুই পরিবারের ঘরে থাকা গরু, ছাগল, হাঁস মোরগসহ ঘরের সমুদয় মামলামাল পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মহসিন মিয়া মধু ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শন করেন।
এসময় ক্ষতিগ্রস্ত নৃপেশ চন্দ্র দেব ও তার ভাই নিবারণ চন্দ্র দেব এর সাথে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। এছাড়াও ক্ষতিগ্রস্ত দুই ভাইকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও শীতবস্ত্র প্রদান করা হয়।
পরিদর্শন শেষে সাবেক মেয়র মহসিন মিয়া মধু পরিবার দুটিকে ঘর নির্মাণে সহযোগিতার আশ্বাস প্রদান দেন।
এতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুই ভাই উপজেলা প্রশাসন ও সাবেক মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরিদর্শনকালে জেলা যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুল গফুর, যুবদল নেতা ও সমাজসেবক আব্দুর রহমান খান পাশা, ছাত্রদল নেতা শিপু আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved