নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
সুবর্ণ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাষ্টার আবদুল কাইয়ুম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বিগত ২০২১ সালের ২১ আগস্ট সৈকত সরকারি কলেজ হলরুমে আয়োজিত দ্বী-বার্ষিক সম্মেলনে সুবর্ণ প্রেসক্লাবের সাধারন সম্পাদক নির্বাচিত হোন। এর পূর্বে তিনি সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক হিসেবেও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছিলেন।
আজ দুপুর আনুমানিক ১ঃ৩৫ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, দুই মেয়ে, নাতি- নাতনি, এক ছেলে, ভাই, বোনসহ বহু শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
দৈনিক স্বাধীন বাংলা পত্রিকায় সুবর্ণচর প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন মাষ্টার আবদুল কাইয়ুম। শিক্ষকতার পাশাপাশি তিনি ২০২২ সালে মাইটিভি সুবর্ণচর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন। এর পূর্বে তিনি সুবর্ণচরের ঐতিহ্যবাহী বাংলা বাজার এলাকার প্রচীন শিক্ষা প্রতিষ্ঠান লর্ড লিওনার্ড চেশায়ার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা হিসেবে পরিচিতি লাভ করেন। পরে তিনি ঐ স্কুলের সহকারী প্রধান শিক্ষক (অঃ) গ্রহণ করেন। দীর্ঘ সময় অতিবাহিত করেন ছাত্র-ছাত্রীদের মাঝে আলোকিত মানুষ গড়ার কারিগর হয়ে।
মরহুম সাংবাদিক আবদুল কাইয়ুম মাষ্টারের মৃত্যুতে সুবর্ণচর উপজেলা শিক্ষক সমিতি গভীর শোক প্রকাশ করেছে। এছাড়াও উপজেলা প্রশাসন সুবর্ণচর, চরজব্বর থানা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরাম এবং নানা শ্রেণী পেশার মানুষ মরহুমের মৃত্যুতে স্ট্যাটাসের মাধ্যমে সোস্যাল মিডিয়াতে শোক বার্তা জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved