কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ সমুদ্র তীরবর্তী পটুয়াখালীর কলাপাড়ায় প্রতি বছর আঘাতহানা ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দূর্যোগ থেকে মানুষকে সচেতন এবং জীবন ও সম্পদহানী রোধে জনসচেতনতা বৃদ্ধিতে দূর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে চারটায় কর্ডএইড'র উদ্যোগে সিপিপি’র সহযোগিতায় কলাপাড়ার তুলাতলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ মাঠ মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিপি'র উপ পরিচালক মো. আছাদ উজ জামান।
বালিয়াতলী ইউপি চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবিরের সভাপতিত্বে কর্ডএইড-ষ্টেপ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস, কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন’র ষ্টেশন কর্মকর্তা ইলিয়াশ হোসেন, তুলাতলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, আভাস'র কলাপাড়া সমন্বয়কারী মনিরুল ইসলাম, প্রমুখ।
২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরে কলাপাড়ায় ১০৭ জনের প্রানহানীর পর থেকে প্রতি বছর একাধিক ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দূর্যোগে উপকূলীয় এলাকায় ব্যাপক সম্পদহানীর পাশাপাশি মৃত্যুর ঘটনা ঘটে। তাই দূর্যোগে আগাম সতর্কতা হিসেবে কিভাবে মাঠের ফসল, পুকুরের মাছ, বসত ঘরসহ সম্পদ রক্ষা এবং জীবন বাঁচানো যায় মাঠ মহড়ায় সে বিষয় টি তুলে ধরে সিপিপির মাঠ কর্মীরা। মহড়া অনুষ্ঠান দেখতে কলাপাড়ায় বিভিন্ন এলাকায় হাজার হাজার নারী পুরুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved