প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ৬:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৮, ২০২৫, ৫:০৭ অপরাহ্ণ
ফুলবাড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শুভ গ্রেফতার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা বিপুল চন্দ্র সেন শুভ (২৫) কে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার (১৮ জানুয়ারী) সকালে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার (১৭ জানুয়ারী) রাত সাড়ে আটটার দিকে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিপুল চন্দ্র সেন শুভ ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি এবং উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের অধীর চন্দ্র সেনের ছেলে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, শেখ হাসিনার দেশত্যাগের পর বিপুল চন্দ্র সেন শুভ দীর্ঘদিন আত্নগোপনে ছিলেন। শুক্রবার রাতে তিনি বাড়ীতে ফিরেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে গত ৪ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে হামলা ভাংচুর ও লুটপাটে ঘটনায় দায়েরকৃত ৫নং মামলায় গ্রেফতার দেখানো হয়। শনিবার সকালে তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved