প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৪:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৮, ২০২৫, ১০:০৬ অপরাহ্ণ
বিশ্বে শান্তি স্থাপন করতে হলে ক্ষুধা মুক্ত, বাসযোগ্য পরিবেশ তৈরি ও জাতিগত বৈষম্য দূর করতে হবে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারি
ঢাকা প্রতিনিধিঃ শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারি প্রফেসর এম ইসলাম বলেছেন, বিশ্বে শান্তি স্থাপন করতে হলে ক্ষুধা মুক্ত, বাসযোগ্য পরিবেশ তৈরি করতে হবে ও জাতিগত বৈষম্য দূর করতে হবে। জাতিতে জাতিতে যুদ্ধ লেগে থাকলে পৃথিবীতে শান্তি ফিরে আসবে না।
আজ ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ কল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত education for wall piece বিষয়ক সেমিনারে একথা বলেন।
প্রফেসর এম ইসলাম বলেন, ক্যাপিটালিজমের লোভে উন্নত বিশ্বের দেশগুলো অস্ত্র বিক্রির জন্য জাতিত জাতিতে যুদ্ধ লাগিয়ে রাখে। তারা যুদ্ধ না লাগিয়ে ঐ সকল দেশগুলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারলে, উন্নত দেশগুলোর জন্য বাজার তৈরি হতো। তাতে অস্ত্র বিক্রি করতে হতো না আমদানি-রপ্তানি বাণিজ্য করতে পারতো। বিশ্বে শান্তি বিরাজ করত যুদ্ধ বন্ধ হয়ে যেতো।
তিনি বলেন, দক্ষ জনশক্তি তৈরি করার জন্য আমাদের শুধু বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করলে হবে না। আমাদের দক্ষ ও মেধাবী শিক্ষক প্রয়োজন। কম্পিউটার ও ইংরেজিতে দক্ষ জনশক্তি তৈরি করতে পারলে দেশে ও বিদেশে আমাদের কর্মক্ষেত্র তৈরি হবে। আমাদের দেশের অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে তলে তলে দক্ষ ও কর্মক্ষম জনশক্তি তৈরি করার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, আমাদের দেশের গ্রাম পর্যায়ের শিক্ষকরা অনেক অভাব অনটনে দিন পার করে। এ সকল শিক্ষকদের উন্নয়নের জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের শিশুদের অনেক প্রতিভার রয়েছে। বাবা-মায়ের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে গিয়ে শিশুদের এসব সুপ্ত প্রতিভা ধ্বংস হয়ে যাচ্ছে। অভিভাবকগণ চায় তার ছেলেমেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে। এখান থেকে অভিভাবকদের বেরিয়ে আসতে হবে। আমাদের শিশুদের মূল্যবোধ শিখাতে হবে। শিশুরা মূল্যবোধ শিখে পরিবার বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে। আমাদের পাঠ্যবস্তুকে প্রথম শ্রেণি থেকে মূল্যবোধের বিষয়টি অন্তর্ভুক্ত করা জরুরী।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved