মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় ছুরিকাঘাতে নোমান আহমদ (৩৮) নামের এক ইউনিয়ন যুবদল নেদা নিহত হয়েছেন। নিহত নোমান সুজানগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সুজানগর ইউনিয়নের রাঙ্গীনগর গ্রামের লেচু মিয়ার ছেলে।
শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বাড্ডা বাজারে এ ঘটনা ঘটে।
সুজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস শহীদ জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নোমান বাড্ডা বাজারে দাঁড়িয়ে ছিলেন। এসময় হঠাৎ দুই যুবক এসে নোমানের বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে দ্রæত পালিয়ে যান। পরে স্থানীয়র নোমানকে গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে নোমানকে ছুরিকাঘাত করা হয়েছে, তা এখনও জানা যায়নি। রোববার পর্যন্ত এ ঘটনার সাথে জড়িত কেউ আটক হয়নি।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved