মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বালক (অনূর্ধ্ব-১৭)-বালিকা (অনূর্ধ্ব-১৭) টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
রোববার ( ১৯ জানুয়ারি) সকালে সাইফুর রহমান স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া দপ্তরের উদ্যাগে ও অবসরপ্রাপ্ত শিশু বিষায়ক কর্মকর্তা মো: জসিম উদ্দিন মাসুদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পুলিশ সুপার কে এইচ এম জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ, সদর উপজেলার নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন, রাজনগর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা হাবিব শাপলা, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাজহারুল মজিদ প্রমুখ।
উদ্বোধনী খেলায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। এ টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ গ্রহণ করেছেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved