মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে তারুন্যের উৎসব-২০২৫ এর অংশ হিসেবে পরিচ্ছন্নতাপরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) শ্রীমঙ্গল শহরের পৌর এলাকার আমজাদ আলী সড়কে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা ইঞ্জিনিয়ার মো. ইউসুফ হোসেন খান, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ প্রমুখ।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, আজ থেকে পর্যায়ক্রমে আমজাদ আলী সড়কে পৌরসভা কর্তৃক নির্মিত ড্রেন এবং ড্রেনের শেষ প্রান্তে প্রবাহমান শাখামুড়া ছড়ার (নদী) ময়লা-আবর্জনা পরিস্কার পরিচ্ছন্ন করা হবে। যাতে পানির প্রবাহ স্বাভাবিক থাকে এবং জলাবদ্ধতা সৃষ্টি না হয়। তিনি বলেন, এই ড্রেন এবং ছড়া পরিস্কার পরিচ্ছন্ন রাখতে একটি প্রকল্প হাতে নেয়া হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved