ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুরের খাজুরা এলাকায় নিয়ামুল এন্টার প্রাইজ এন্ড কটন রিফাইন মিলস্ নামে একটি তুলার কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যপক ক্ষতি হয়েছে।
কারাখানার মালিক রফিকুল ইসলাম জানান, রোববার রাত ৮টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা কারখানার ভেতর চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে খুলনা, বাগেরহাট ও ফকিরহাট ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ও খুলনার নৌ বাহিনীর একটি দল এবং স্থানীয়রা প্রায় ২ঘন্টা চেষ্টার পর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও কারখানার সব পুড়ে ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় এক কোটি টাকার বেশী ক্ষতি হয়েছে বলে কারখানার মালিক রফিকুল ইসলাম জানান।
ফায়ার সার্ভিসের খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক আবু বক্কার জামান বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিটে কারনে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। কারখানাটি সম্পূর্ণ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
ফকিরহাটে নিয়ামুল এন্টার প্রাইজ এন্ড কটন রিফাইন মিলস্ নামে একটি তুলার কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved