মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বেশ কিছুদিন পর সোমবার দেশের শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। এদিন বিমা ছাড়া অন্য সব খাতের অধিকাংশ কোম্পানির দাম বেড়েছে। তাতে প্রধান শেয়ারবাজার ডিএসইতে সূচক ৫০ পয়েন্ট বেড়েছে।
সোমবার আগের দিনের চেয়ে ৬২ শতাংশ শেয়ারের দাম বেড়েছে। আর দাম কমেছে ২০ শতাংশ শেয়ারের। আবার দাম কমে যাওয়ার চেয়ে বৃদ্ধির হার ছিল বেশি।
খাতওয়ারি হিসাবে দেখা যায়, বড় খাতের মধ্যে প্রকৌশল, বস্ত্র, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান খাতের গড় দাম ১ থেকে দেড় শতাংশ বেড়েছে। বেশির ভাগ কোম্পানির দাম বৃদ্ধি পাওয়ায় ডিএসইএক্স বেড়ে ৫১৯৫ পয়েন্ট ছাড়িয়েছে। চলতি বছরে একদিনে যা ছিল সর্বোচ্চ বৃদ্ধি। আগের দিনের তুলনায় সূচকটি বেশি (৭৩ পয়েন্ট) বেড়েছিল গত ১৫ ডিসেম্বর। লেনদেন শেষে দেখা যায়, ডিএসইতে তালিকাভুক্ত ৩৯৭ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দুটি ছাড়া বাকিগুলোর কম-বেশি কেনা-বেচা হয়েছে। এর মধ্যে ২৪৬টির দাম বেড়েছে, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত ছিল ৭০টির দাম। অপেক্ষাকৃত ছোট খাতের মধ্যে সিরামিক খাতের পাঁচ কোম্পানির গড়ে সর্বাধিক পৌনে ৫ শতাংশ দাম বেড়েছে। এ ছাড়া চামড়া ও চামড়াজাত পণ্য খাতের ৩ শতাংশ, সেবা ও নির্মাণ খাতের আড়াই শতাংশ এবং সিমেন্ট খাতের ২ দশমিক ৩২ শতাংশ দাম বেড়েছে। এ ছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ১১ কোম্পানির শেয়ারের দাম গড়ে ২ শতাংশ হারে বেড়েছে। ৫ শতাংশের ওপর ২১ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে ৫ শতাংশের ওপর দাম হারিয়েছে দুটি কোম্পানি।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved