প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ১:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২১, ২০২৫, ৬:৫৬ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে স্কুল বাজেট প্রণয়নে নাগরিক সচেতনতা বিষয়ক টাউনহল সভা
মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অংশগ্রহনমুলক স্কুল বাজেট প্রণয়নে নাগরিক সচেতনতা বিষয়ক টাউনহল সভা অনু্ষ্িঠত হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ইনস্টিটিউট অব ইনফরমেটিক্স এণ্ড ডেভেলপমেন্ট এর সহযোগিতায় এবং মাল্টিপারপাস সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট এসোসিয়েশন (এমসিডা) এর বাস্তবায়নে এই সভা অনু্ষ্িঠত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসিডা'র সভাপতি মিজানুর রহমান আলম।
এসময় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন এমসিডা'র প্রজেক্ট ম্যানেজার আমিনুর রশীদ। তাকে সহযোগিতা করেন এমসিডা'র ফাইন্যান্স এণ্ড এডমিন অফিসার শিরিন বেগম। আরো উপস্থিত ছিলেন আইআইডি'র মনিটরিং অফিসার রিপন মৃধা। টাউনহল সভায় অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ উপজেলার ৪০ জন নারী-পুরুষ অংশগ্রহন করেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved